বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সাকিব জামালের গান-৪

বাজা ভাই বাজারে ঢোল
বাংলা গান, বাংলা বোল্
তাক দুম তাক দুম
তাক দুম তাক দুম ।।

বৈশাখের আজ প্রথম দিনে
মিলে‍মিশে নেচে গেয়ে
গলা ছেড়ে গা সবাই
বাংলা গান, বাংলা বোল্ ।।

বাজা ভাই বাজারে ঢোল
বাংলা গান, বাংলা বোল্
তাক দুম তাক দুম
তাক দুম তাক দুম ।।

আজি হিঁয়ায় নাচন ওঠেরে
রক্তে কাঁপন জাগেরে
বাংলাদেশের সব বাঙালী
বাংলায় বাংলা রব তোল্ ।।

বাজা ভাই বাজারে ঢোল
বাংলা গান, বাংলা বোল্
তাক দুম তাক দুম
তাক দুম তাক দুম ।।

আজি কাল‍বৈশাখী ঝরের মত
জঞ্জাল, পাপ, কালিমা যত
উড়িয়ে দিয়ে, জড়িয়ে ধর
বাংলা মায়ের কোল্ ।।

বাজা ভাই বাজারে ঢোল
বাংলা গান, বাংলা বোল্
তাক দুম তাক দুম
তাক দুম তাক দুম ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন